নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:২৬। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

অক্টোবর ১০, ২০২৫ ১০:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুখমন বিবি (৬০)। শুক্রবার সকালে উপজেলার মুরারিপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময়, ইঙ্গিত ফিফা প্রেসিডেন্টের

সুখমন বিবির বাড়ি একই উপজেলার শিতলাই গ্রামে বলে জানিয়েছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘সুখমন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পুকুরে নেমে তিনি হয়ত আর উঠতে পারেননি, পানি ডুবে মারা যান।’

আরও পড়ুনঃ  ‘আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি’

ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।