নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:১৯। ১২ অক্টোবর, ২০২৫।

নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় ধুয়ে মুছে গেছে : শফিকুল আলম

অক্টোবর ১০, ২০২৫ ১১:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি ‘বেস্ট ইলেকশন’ হবে। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ষোল বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারাদেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

তিনি আরও জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই নেতাকর্মীদের প্যানার-পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এসময় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।