নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৭:৩৯। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

অক্টোবর ১১, ২০২৫ ১০:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : দুইদিন সফরের অংশ হিসেবে আজ শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে রাজশাহী জেলা এবং গোদাগাড়ী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

আজ সকালে রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে তিনি গোদাগাড়ী উপজেলাধীন মাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শনে পুলিশ কমিশনার

এ সময় তিনি বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশগ্রহণ এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ  ‘সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে’: নাহিদ ইসলাম

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। এ কারণে আমরা চাই না ভাতা পাওয়ার যোগ্য নন এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন। এসময় ভাতা পাওয়ার উপযোগী নন এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ  মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গোদাগাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।