নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৮:৫৬। ৮ নভেম্বর, ২০২৫।

‘আমার চোখে বঙ্গবন্ধু’ এক মিনিট ভিডিও চিত্র প্রতিযোগিতা সংক্রান্ত কমিটির সভা

জুলাই ২৪, ২০২৩ ১১:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ এক মিনিট ভিডিও চিত্র প্রতিযোগিতা সংক্রান্ত জেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার, জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিনসহ জেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, উক্ত বাছাই কমিটির সভায় জেলা পর্যায়ে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাঠানো এক মিনিটব্যাপী ভিডিও চিত্র প্রদর্শনী শেষে ফলাফল চূড়ান্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক ক্যাটাগরিতে ১ম হয়েছে- রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক ক্যাটাগরিতে ১ম হয়েছে- রাজশাহী অগ্রণী স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে ১ম হয়েছে- রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।