নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৩৯। ১২ অক্টোবর, ২০২৫।

সেবা পেতে প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

অক্টোবর ১২, ২০২৫ ৭:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বোর্ড জানিয়েছে, সব ধরনের সেবা এখন স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। তাই সেবা পেতে কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস!

রোববার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে বোর্ডের সেবা গ্রহণের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের কোনো সেবা প্রাপ্তির জন্য কেউ যেন অবৈধ তদবির বা অর্থ লেনদেন না করেন। তাই এমন ধরনের প্রতারণার শিকার না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।