মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সমগ্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে আজ রবিবার(১২ অক্টোবর) দিনব্যাপি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়।
বিকাল ৩ ঘটিকায় শুরু হয় এই গাছের চারা বিতরণ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর সভাপতি মো.আজিজুল হক(সময় টিভি) এবং মো.আইয়ুব হোসেন পক্ষী (আনন্দ টিভি)।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় সেগুলো হলো, বেনাপোল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়,মা ফাতেমা(রা.) মহিলা মাদ্রাসা,বেনাপোল দারুল উলুম কওমী মাদরাসা,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কওমি মাদরাসা ও এতিম খানা।
সন্ধ্যার সময় হোটেল সানরুপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর মোঃ এনামুল হক, মোঃ আব্দুর গফফার ছন্দ, মোঃ আনিছুর রহমান, সিনিঃ সহঃ সভাপতি, মোঃ আশানুর রহমান আশা, সহঃ সভাপতিসহ অন্যান্য সকল সদস্য কর্মসূচিতে অংশ নেন।