নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৩৪। ১৩ অক্টোবর, ২০২৫।

নাটোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অক্টোবর ১২, ২০২৫ ১১:১৭
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত ‘নাটোর বোর্ডিং’ নামে আবাসিক হোটেলের চার তলার ৬২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্ট কামারী গ্রামের জলু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ ‘নাটোর বোর্ডিং’ এর ৬২ নম্বর রুমটি ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন। রোববার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। সারাদিন পার হয়ে গেলেও আনোয়ার পারভেজ রুম থেকে বের না হলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। হোটেল মালিক ও কর্মচারীরা বারবার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়াশব্দ মেলে না। পরে বিষয়টি তারা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় কক্ষের মেঝেতে আনোয়ার পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ  বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী কর্মচারী ইউনিয়ন”র নব-নির্বাচিত কমিটি’র শপথ

নিহতের ছেলে রবিন মিয়া বলেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে গিয়েছিলেন। হোটেল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুনঃ  নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।