নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৭:৫৫। ১৪ অক্টোবর, ২০২৫।

পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ ৬:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের সূচনা হয় সকাল সাড়ে ৯টায় পবা উপজেলার এমআরকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পরিবারই হতে পারে একটি ক্ষুদ্র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র—যেখানে সবাই জানবে দুর্যোগের সময় কীভাবে নিরাপদে থাকতে হয়, প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং দ্রুত আশ্রয় নিতে হয়।”

আরও পড়ুনঃ  ইলিশ সম্পদ সংরক্ষণ ও টেকসই সমৃদ্ধি

ইউএনও আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্র হচ্ছে। এখন শুধু প্রশাসনের কাজ নয়, জনগণের অংশগ্রহণই দুর্যোগ মোকাবেলায় সাফল্যের মূল চাবিকাঠি। সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে। আমরা যদি আজ থেকেই সচেতন হই, তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

আরও পড়ুনঃ  ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের

এসময় উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। তিনি বলেন,“জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও ভূমিধসের ঝুঁকি বেড়েই চলেছে। তাই প্রতিটি মানুষকে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র সরকারি প্রচেষ্টা নয়, স্থানীয় জনগণের অংশগ্রহণও দুর্যোগ মোকাবেলায় সমান গুরুত্বপূর্ণ।”তিনি বলেন,“দুর্যোগের আগে, চলাকালীন এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিটি নাগরিককে সচেতন করা এখন সময়ের দাবি। এজন্য আমরা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করছি।”

আরও পড়ুনঃ  বক্স অফিসে কত আয় করল ‘তুলসী কুমারী’

হরিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, এমআরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং স্থানীয় জামায়াত নেতা আইয়ুব আলী।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শনী। এতে শিক্ষার্থী, শিক্ষক, ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন। মহড়ায় দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সতর্ক সংকেত ব্যবহারের অনুশীলন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।