নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৮:২৯। ১৪ অক্টোবর, ২০২৫।

বিএমডিএতে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অক্টোবর ১৩, ২০২৫ ৬:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএমডিএ’র জিমনেসিয়াম হলরুমে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।

আরও পড়ুনঃ  রাবিতে পড়ুয়া দম্পতিদের জন্য হল নির্মাণসহ ১০ দফা ইশতেহার ছাত্রদলের

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সিকান্দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

আরও পড়ুনঃ  দাবি পূরণে সরকারকে সন্ধ্যা পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটাম

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিসের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ’র পেশ ইমাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।