নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:৩১। ১৫ অক্টোবর, ২০২৫।

লক্ষীপুরে দালালদের লাগামহীন দৌরাত্ম্য, বক্সের পুলিশ নির্বাক

অক্টোবর ১৩, ২০২৫ ৯:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ক্লিনিক পাড়া নামে পরিচিত লক্ষীপুর এলাকায় আইন শৃঙ্খলা দেখাশোনা করার জন্য বিগত কয়েক বছর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজপাড়া থানার আওতায় পুলিশ বক্সটি করা হয়।

বর্তমানে পুলিশ বক্স থাকার পরও বিভিন্ন অনিয়ম নিয়ে কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায়না। রোগীদের নিয়ে দালালদের প্রতারনাসহ আইন-শৃঙ্খলা দেখাশোনা করার ব্যাপারে রয়েছে বক্সের উদাসিনতা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পরলেও সুষ্ঠ কোন প্রতিকার পাচ্ছে না এই পুলিশ বক্স থেকে। নগরীর ঘোড়া চত্বর থেকে লক্ষীপুরের মোড় হয়ে ঘোষপাড়ার মোড় পর্যন্ত এই বক্সের আওতায় সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে ছিনতাই ও রোগীদের সাথে প্রতারণা। আর এই অপরাধের সাথে জড়িত রয়েছে কিছু নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো। মেডিকেল বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে ছিনতাই বা দালাল চক্রের হাতে নিঃস্ব হতে হচ্ছে রোগীসহ তাদের স্বজনদের। তবে দালাল চক্রের তৎপরতা এখন লাগামহীন পাগলা ঘোড়ার মতো। অধিকাংশ দালালদের দেখা মিলে লক্ষীপুর পুলিশ বক্সের সামনে।

আরও পড়ুনঃ  ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এসব দালালরা বিগত সময়ে পুলিশের অভিযানে আটক হলেও জেল থেকে বের হয়ে পুনরায় তাদের পেশায় ফিরে যায়। লক্ষীপুরের অনেক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক চলে দালালদের ওপর নির্ভর করে। দালালদের টার্গেট গ্রামের সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সুবিধাজনক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রোগী নিয়ে যাওয়া। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার দালালদের মার্কেটিং অফিসারের আইডি কার্ড দিয়ে দালালীর লাইসেন্স প্রদান করেছে। আর এসব অপরাধ মুলক কাজকর্ম হচ্ছে খোদ পুলিশ বক্সের সামনে।

পুলিশ বক্সের সামনে দালালদের রোগী ধরলে রোগীর স্বজনরা অল্পেই তাদের বিশ্বাস করে নেয়।তবে পুলিশ বক্স এসব দালালদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নিচ্ছেনা। এমনকি কোন সমস্যা নিয়ে বক্সে গেলে বক্স ইনচার্জ এসআই করিম তালুকদারকে অনেক সময় পাওয়া যায় না।

সম্প্রতি সময়ে শিশু হাসপাতালের গেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনায় এসআই করিম তালুকদারকে মোবাইল ফোন করে অবগত করলে তিনি বিশ্রাম নিচ্ছেন বলে এবং অন্য একজন এসআইকে ফোন করে ডাকতে বলে।ভুক্তভোগীরা চিকিৎসার জন্য লক্ষীপুরে অটোরিকশায় করে আসছিলো।

আরও পড়ুনঃ  বারনই নদী রক্ষায় রাজশাহীতে মানববন্ধন, গম্ভীরা ও আলোচনা সভা

এমন ছোটখাটো অপরাধ প্রায় সময়ই ঘটছে। এমনকি ফুটপাতের দোকানীদের কাছেও অতিরিক্ত দামে জিনিস কিনতে বাধ্য হচ্ছে রোগীর স্বজনরা। এছাড়াও দালালদের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছে গ্রাম থেকে আসা রোগীরা। আর এসব দালালদের বিরুদ্ধে বক্স একেবারে নিরবতা পালন করছে এমনকি রাজপাড়া থানা থেকেও কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। পুলিশের নিরবতার কারনে দালালদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন দালালরা তো সারাদিন পুলিশ বক্সের সামনেই বসে থাকে ঘোরাঘুরি করে। দালালদের বক্সের আশেপাশে গোরাঘুরি দেখে মনে হয় পুলিশ বক্সই তাদের আড্ডাখানা।

চাপাইনবাবগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন আমারা মেডিকেল আউটডোরে গেছিলাম, সেখানে ভীড় থাকায় আমরা বাইরে চেম্বারে রোগী দেখানোর সিদ্ধান্ত নিই। পুলিশ বক্সের সামনে আসতেই ২/৩ জন আমাদের সমস্যা জানতে চান এবং তাদের পরিচিত ভালো ডাক্তার কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের বসে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে দিবে বলে। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে আমরা তাদের থেকে চলে আসি। তারা বিভিন্ন প্যাথলজী টেস্টে ২৫ থেকে ৪০ ভাগ ছাড় করে দেওয়ার প্রলোভনও দেখান।

আরও পড়ুনঃ  দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

দালালদের বিষয় নিয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এমনকি আটক করে আদালতে চালান করে দেয়া হচ্ছে। তবে বক্সের পাশেই দালালরা বসে থাকে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন আমি দালালদের চিনিনা তাই সাধারন মানুষ ভেবে কিছু বলিনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “দালালদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আসলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

দালালদের বিষয় নিয়ে আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলেই আমরা দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।