নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:২১। ১৪ অক্টোবর, ২০২৫।

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে থাকছে দুই হাজার পুলিশ

অক্টোবর ১৩, ২০২৫ ১০:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তিন দিনব্যাপী (১৫, ১৬ ও ১৭ অক্টোবর) নির্বাচনী সময় জুড়ে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‍্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপে দলে দলে ফিরছে গাজাবাসী

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, “নির্বাচন চলাকালে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। র‍্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। প্রয়োজনে মোতায়েনের মেয়াদও বাড়ানো হতে পারে।”

আরও পড়ুনঃ  বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

আরএমপি কমিশনার আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশপাশের বাসিন্দাদের সম্পর্ক অত্যন্ত ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।”

আরও পড়ুনঃ  সাইবার হামলার শঙ্কা, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে ও পরে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক বাহিনী কাজ করবে। আমরা আশা করছি, একটি অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।