নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:৫৭। ১০ মে, ২০২৫।

রাজশাহীতে সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

জুলাই ২৬, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল নগর পুলিশে এ আবেদন করে।
নগর পুলিশের সদর দপ্তর থেকে বেরিয়ে আবু মোহাম্মদ সেলিম বলেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করা হয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতা ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে। আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এ সময় জামায়াত নেতা সেলিম রেজা মাসুম, হাসালুন বান্না সোহাগ, মো. মিনহাজ, ফিরোজ কবির, মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।