নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:০০। ১৫ অক্টোবর, ২০২৫।

জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার গবেষণা অনুদান

অক্টোবর ১৪, ২০২৫ ৫:৩৬
Link Copied!

মুনা সুলতানা,জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে মোট ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই বরাদ্দের আওতায় গবেষণা অনুদান পাবেন।

আরও পড়ুনঃ  মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরণের উদ্যোগ এবারই প্রথম। এই বরাদ্দের মাধ্যমে প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। এ অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা হবে। এই উদ্যোগের মাধ্যমে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী হবে। এ উদ্যোগের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামগ্রিক গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।