নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ২:৫৮। ১৫ অক্টোবর, ২০২৫।

নবির শেষের ঝড়ে বড় সংগ্রহ পেল আফগানিস্তান

অক্টোবর ১৪, ২০২৫ ১০:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে চার পরিবর্তন নিয়ে একয়াদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন-মুস্তাফিজ বিহীন বোলিং আক্রমণের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তবে তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তুস শেষদিকে এসে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

আরও পড়ুনঃ  আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে, কাল শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা

আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইব্রাহিম জাদরান।

দুই ওপেনার ইব্রাহিম ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু করে আফগানিস্তান। ফিফটির পথে থাকা গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন তানভির ইসলাম। ৪২ রান করা এই ওপেনার ফিরলে ভাঙে ৯৯ রানের উদ্বোধনী জুটি।

আরও পড়ুনঃ  ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের

তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন অন্তত ৫% নারী প্রার্থী: সেলিমা রহমান

তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।