নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২২। ১৬ অক্টোবর, ২০২৫।

সরকারি বিধি-বিধান শতভাগ মেনে চলতে হবে : প্রধান তথ্য অফিসার

অক্টোবর ১৫, ২০২৫ ৪:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, সরকারি চাকরিতে নিযুক্ত থাকাকালীন সরকারি বিধি-বিধান পুরোপুরি মেনে চলতে হবে। অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

আজ (১৫ অক্টোবর) রাজশাহী পিআইডি আয়োজিত গণকর্মচারীদের ৬০ জনঘণ্টা প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধান তথ্য অফিসার বলেন, নাগরিকদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম বিধি-বিধান প্রণয়ন করে। এসব বিধান মেনে চললে কাজে যেমন স্বচ্ছতা থাকে জনগণও তেমন কাক্সিক্ষত সেবা পায়।

আরও পড়ুনঃ  আমরা চাই সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক: সারজিস

এ সময় তিনি নবীন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

রাজশাহী পিআইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।