নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:৪৬। ১৬ অক্টোবর, ২০২৫।

বহিরাগতদের আটকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন — অভিযোগ ছাত্রশিবিরের

অক্টোবর ১৬, ২০২৫ ১২:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোটকেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে। পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ থাকার কথা থাকলেও প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি।”

আরও পড়ুনঃ  সীমান্তে কড়া নজরদারি, অস্ত্রপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ইব্রাহীম হোসেন দাবি করেন, ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকে বহিরাগতদের সহায়তা পেয়েছেন। তিনি বলেন, “আচরণবিধি ভঙ্গ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন ও নির্বাচন কমিশন। এটি পক্ষপাতমূলক আচরণের পরিচায়ক।”

আরও পড়ুনঃ  দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

তিনি আরও অভিযোগ করেন, প্রকৌশল অনুষদ ভবনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ১০ থেকে ১৫টি ব্যালট বিতরণ করা হয়েছে। “প্রিসাইডিং কর্মকর্তা একে অসতর্কতা বলে দায় এড়াতে চেয়েছেন। কিন্তু এর জবাবদিহি হওয়া উচিত।”

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই পক্ষের সংঘর্ষ : আহত নারী-পুরুষসহ অন্তত ১৫

তাছাড়া, ইব্রাহীম হোসেন বলেন, “ভোটদাতার আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে— অথচ এটা হওয়া সম্ভব নয় যদি কালি যথাযথ হয়। নির্বাচন কমিশন ও প্রশাসনের আরও সতর্ক হওয়া দরকার ছিল।”-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।