নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:২৯। ১৭ অক্টোবর, ২০২৫।

বেনাপোল সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত-১আহত -১

অক্টোবর ১৬, ২০২৫ ৫:৫৪
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পুটখালী সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী মোজাম্মেল হক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হাবিলদার। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত টহল চলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে। টহলরত অবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা হাবিলদার গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  যশোরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, রাতের সীমান্ত টহলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এক সিপাহী নিহত হয়েছেন এবং এক হাবিলদার গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।