নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৩৫। ১৭ অক্টোবর, ২০২৫।

নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

অক্টোবর ১৬, ২০২৫ ৮:৫০
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এবং পুলিশ দ্বারা শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ফটকের সামনে ‘নিয়ামতপুর শিক্ষক সমিতি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষকরা পথসভা করেন। পথসভা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

পথসভা ও মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাধ্যমিক বিদ্যলয়, মহাবিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আমইল এ.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

বক্তারা তাঁদের বক্তৃতায় বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষক সমাজ দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।