নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৩৮। ১৮ অক্টোবর, ২০২৫।

রাকসুতে একমাত্র নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী তোফা

অক্টোবর ১৭, ২০২৫ ৭:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। সবাই এখন জানতে চাচ্ছেন কে এই তোফা? যিনি ১২টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকল দলিল তুলতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

তথ্য অনুসন্ধানে জানা যায়, তোফায়েল আহমেদ তোফা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে আছেন। তার বাড়ি চট্টগ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গৃহবধূর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তোফা পেয়েছেন ৬ হাজার ৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হাচান হাওলাদার, যিনি পেয়েছেন ৬ হাজার ৭৬৩ ভোট। মাত্র ২৭ ভোটের ব্যবধানে তোফা বিজয়ী হন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র নির্বাচিত প্রতিনিধি হয়ে উঠে আসেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের আশা সংকীর্ণ করে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ তোফা বলেন, শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের প্রার্থীদেরও হারিয়ে বিজয়ী হওয়া সম্ভব, আমি তার বড় উদাহরণ। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের ভোটেই আমি আজ নির্বাচিত। ইনশাআল্লাহ, আমি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ে কাজ করে যেতে চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।