নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১১:৫২। ৯ মে, ২০২৫।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় সাক্ষাৎকার ৫ আগস্ট

জুলাই ২৭, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার ৫ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সব পরীক্ষার মূল সনদপত্র ও সমাজকল্যাণ অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও চিকিৎসা কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা দেওয়া আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।