নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:২৭। ১৯ অক্টোবর, ২০২৫।

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের মিলন মেলা

অক্টোবর ১৮, ২০২৫ ৯:২৫
Link Copied!

রাবি প্রতিনিধি : রাকসু নির্বাচনে পরাজিত সকল প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক অনন্য মিলন মেলা। শনিবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই মিলন মেলার আয়োজন করা হয়।

মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা, তবে বিজয়ীরা ছিলেন অনুপস্থিত। পরাজিত প্রার্থীরা জানান, রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই। বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে বোমা ফাটানোর ভিডিওটি এআই-নির্মিত: আরএমপি

এক প্রার্থী বলেন, হারজিত তো নির্বাচনেরই অংশ। আজ আমরা সবাই একত্রে বসেছি মনের আনন্দে, গান-আড্ডায় মেতে উঠেছি। এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথচলায় নতুন শক্তি দেবে।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

মেলায় একে অপরের প্রতি আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গান, আড্ডা ও হাসি-আনন্দে ভরে ওঠে সাবাস বাংলাদেশ মাঠ।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই পক্ষের সংঘর্ষ : আহত নারী-পুরুষসহ অন্তত ১৫

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি শুধু পরাজিত প্রার্থীদের নয়, বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।