নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:০৫। ২০ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

অক্টোবর ২০, ২০২৫ ৩:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য’- এই প্রতিপাদ্যে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ আমরণ অনশনে

এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে জাতীয় বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন— প্রতিটি ক্ষেত্রেই গুণগত তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই দেশের পরিসংখ্যান খাত আরও শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ  শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।