স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৪৪/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৬ হাজার ১০ টাকা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।