নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:০৮। ২১ অক্টোবর, ২০২৫।

গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

অক্টোবর ২০, ২০২৫ ৮:৫৩
Link Copied!

রাবি প্রতিনিধি : সারাদেশে গুরুত্বপূর্ণ ও রপ্তানিমুখী স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রপ্তানিমুখী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা একটি দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। এসব হামলায় দেশের শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তারা।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা সরকার ও প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।