নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:১২। ২১ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অক্টোবর ২০, ২০২৫ ৯:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর একটি মসজিদে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবির সভাপতি শামীম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, “যারা ইসলামের বিরোধী শক্তি, তারাই গতকাল নোয়াখালীতে কোরআন শিক্ষার ক্লাসে নৃশংস হামলা চালিয়েছে। এরা কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদলের ছদ্মবেশে ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।” বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, রাজশাহী জেলা শাখার সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।