মুনা সুলতানা, জবি প্রতিনিধি : একাউন্টটিং ডিপার্টমেন্টের AIS Sanatan students Association এর পক্ষ থেকে ২৪ শে আগস্ট ডিপার্টমেন্ট এর কনফারেন্স রুমে নবাগত ২০ ব্যাচ কে নবীন বরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উজ্জ্বল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সহ ডিপার্টমেন্ট এর অন্যন্য শিক্ষক বৃন্দ ও সনাতনী শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সজীব মজুমদার এবং সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ অপু সাহা।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং এরপর উক্ত ডিপার্টমেন্টের শহীদ সাজিদ এবং তার বাবা র আত্মার শান্তি জন্য প্রার্থনা করা হয়।
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন একাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর নীলোৎপল সরকার,বলেন, জব সেক্টর বা একাডেমির বিভিন্ন প্রয়োজনে সিনিয়রদের সাথে পরিচয় হয়ে থাকা র সুবিধা আর এই সম্পর্ক স্হাপনের জন্য এই সংগঠন একটি হাতিয়ার। এছাড়া বক্তব্য রাখেন উক্ত ডিপার্টমেন্ট এর প্রাক্তন ছাত্র সিদ্ধার্থ সরকার ঝলক। তিনি বলেন, ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্কের মধ্যে দিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে।এবংপ্রতি সপ্তাহে গীতাপাঠ বা মন্দির এ যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন নবীন শিক্ষার্থীদের।
এছাড়া সবাই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস ও বিভিন্ন অনুভূতি প্রকাশ করেন।