স্টাফ রিপোর্টার: আগামী মাসে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে রাজশাহী মহানগর ও জেলা শাখা যুবলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাসস পরশ সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।