সংবাদ বিজ্ঞপ্তি: অপরাজিতাদের সাথে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সভার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে খান ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত এসডিসি‘র আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস-সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর তত্ত্বাবধায়নে “অপরাজিতা-নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প” সভার উদ্বোধন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি রোজিটি নাজনীন, বি.এম.ডাবলু.এল.এ এর রাজশাহী বিভাগের সমন্বয়কারী এডভোকেট দিল সেতারা চুনি, রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ সাজেদা বেগম । এসময় আরো বক্তব্য রাখেন ক্লাস্টার এডভোকেসি এন্ড নেটওয়াকিং এর কোর্ডিনেটর শাহীনা লাইজু।
উল্লেখ্য, সারা দেশের ৬টি বিভাগের ১৬টি জেলায়, ৬২টি উপজেলায় এবং ৫৪০ টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী ক্লাস্টারের অংশ হিসেবে রাজশাহী জেলার ৪টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সেই আলোকে অপরাজিতাদের সাথে বিভিন্ন পর্যায়ের ৩৫ জন নারী নেটওয়ার্কের দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।