• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিশু ধর্ষণের ৯ মাস পর আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৬:৩০

শিশু ধর্ষণের ৯ মাস পর আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মির্জাপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ৯ মাস পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আশরাফ আলী (২৫)।

মির্জাপুর এলাকায় তার বাড়ি। সোমবার সকালে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপপুর থেকে আশরাফকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শিশুটির পরিবার জানিয়েছে, আগে তারা আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। নয়মাস আগে ওই বাড়িতেই সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ করে আশরাফ। তখন মির্জাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ধীরে ধীরে মেয়েটির নানা শারীরীক সমস্যা শুরু হয়। সম্প্রতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরে ওসিসি থেকেই পুলিশকে চাপ দেওয়া হয় এ ঘটনায় মামলা করার জন্য। সপ্তাহখানেক আগে মামলা নেয় পুলিশ।

আরও পড়ুনঃ  অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয় করায় রুমানা ফুড প্রোডাক্টসকে জরিমানা

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আগের ঘটনা তিনি জানতেন না। ওসিসি থেকে ঘটনা জেনেই মামলা নিয়েছেন। আসামিও গ্রেপ্তার হয়েছে। সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675