• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায় আরো দুটি এসটিএস

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:২৯

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায় আরো দুটি এসটিএস

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো দুটি আধুনিক সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)। শনিবার বিকেলে নগরীর সপুরা ও পবাপাড়া এলাকায় এসটিএস দুটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে এসটিএস দুটি ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশকে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে

নতুন দুটি যোগ হওয়ার পর রাসিকের আধুনিক এসটিএসের সংখ্যা হলো ১২টি। আধুনিক এসব এসটিএসের কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে। নতুন দুটি এসটিএসের উদ্বোধনের সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675