• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈদুল ফিতর উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৭:০৮

ঈদুল ফিতর উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

আরও পড়ুনঃ  দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরী দেশের এখন মডেল নগরীতে পরিণত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে রাজশাহী নগরীতে আসা সকলের নিকট যেন আরও আকর্ষণীয় হয় সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবুজ, পরিচ্ছন্ন, ফুলের শোভায় শোভিত নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধিকরণে নগরীর বিনোদন স্পটসহ মহাসড়ক, ওয়ার্ড পর্যায়ের সকল সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার ও উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। এ সময় অন্যদের মধ্যে রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, মনিটরিং কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675