• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১২:৩৮

রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন করে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের পর নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম

এ সময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ুপুরে নগরভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এ সময় সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারার যোগীপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা করে জাতির পিতার প্রতিকৃতিস্থলে যাওয়া হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে : আইন উপদেষ্টা

দিবসটি উপলক্ষে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675