• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উপশহর কেন্দ্রীয় ঈদগাহ উদ্বোধন করলেন মেয়র লিটন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৫:৪৬

উপশহর কেন্দ্রীয় ঈদগাহ উদ্বোধন করলেন মেয়র লিটন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপশহর কেন্দ্রীয় ঈদগাহ এর উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের পর বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে উপশহর কেন্দ্রীয় ঈদগাহ এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপশহর কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন কাজ ঘুরে দেখেন রাসিক মেয়র।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

উল্লেখ্য, প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সুদৃশ্য কারুকাজে উপশহর কেন্দ্রীয়্য ঈদগাহ এর উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। ঈদগাহের মেহরাবটি আধুনিক স্থাপত্য নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে। ঈদগাহ এর সীমানা প্রাচীর গতানুগতিক প্রাচীর হতে একেবারেই আলাদা যা একাধারে ভেতর ও বাইরের পরিবেশকে যুক্ত রাখতে পারে। পরিপূর্ণ নকশাতে ফুলের টব, পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা, বিশাল গেট ও সৌন্দর্যবর্ধক কাজ যুক্ত রয়েছে। প্রাচীরে পর্যায়ক্রমে মোহাম্মদ ও বিসমিল্লাহ লেখা ধর্মীয় গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে ও একই সাথে আধুনিক ইসলামিক স্থাপত্যশৈলী তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, স্থপতি গৌরব দে, সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, মোঃ কায়সার হাসান, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675