• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৫:৫৫

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  বলেছেন, শারীরিক গঠন এবং মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি প্রতিবন্ধী শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী বুঝি না, আমরা বুঝি প্রতিবন্ধীরা আমাদের কাছে সকলে শিশু। আমরা শুধু বুঝি যে কোনো পরিবেশে, যে কোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমারা বদ্ধপরিকর। 

আরও পড়ুনঃ  গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে : প্রধান উপদেষ্টা

তিনি আজ জাতীয় সংসদের পশ্চিম পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস’ ২০২৫ উপলক্ষ্যে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রতিবন্ধী মহিলা ক্রীড়া বিদদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রস্তুতকৃত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের শুভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারে লেফটেন্যান্ট জেনারেল ভওয়েলের বাংলাদেশ সফর

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক  (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন। 

উপদেষ্টা বলেন ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের প্রতি আমাদের নিবেদন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা গভীরভাবে উপলব্ধি করছি এবং তাদের যেখানে যেখানে সম্ভব সেখানে তাদেরকে এগিয়ে দেব এবং তাদের স্বশক্তি দিয়ে তারাও দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সেবক হিসেবে জনতার পাশে থাকবো : মিজানুর রহমান

উপদেষ্টা প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের ফুটবল খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়দের মধ্যে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি ও রানার্সআপ সবুজ দলকেও ট্রফি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

পবিত্র শবে কদর আজ
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ১১:২১
চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ১১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675