ঢাকা রাত ৯:০২। রবিবার ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

subadmin
মার্চ ১৬, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় ভিজিএফ কার্ড শ্লিপের ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ ২৫) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনয়নের বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর ’২৫ উপলক্ষে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) প্রদানের জন্য ইউনিয়নে ভিজিএফের ১ হাজার ৪৮২টি কার্ড বরাদ্দ এসেছে। বিএনপি’র এক গ্রুপ এসব কার্ড নিজেরাই বন্টন করতে চায়। বিতরণের আগেই ইউনিয়ন বিএনপি’র সভাপতি হেলাল উদ্দীন রিয়াল ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল পক্ষের মধ্যে বিরোধ বাধে। হেলাল উদ্দীন রিয়াল জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের সমর্থক আর শরিফুল ইসলাম রাহুল জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক।
জাতীয়তাবাদি সংগ্রামী দলের রাজশাহীর জেলার কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু জানান, পরে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি জানান, হেলাল উদ্দীন রিয়াল তার আয়ত্বে রেখে কার্ড বিররণ করতে চায়। এতে আপত্তি তুলে শরিফুল ইসলাম রাহুল।
হেলাল উদ্দীন রিয়াল জানান, এটা নিয়ে হয়তো অসন্তোষ ছিল। তাঁদের সাথে বসার আগেই অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল। বাঘা থানার ওসি আ,ফ,ম আসাদুজ্জামান আশাদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০