ঢাকা রাত ৮:০০। রবিবার ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে তোপের মুখে হরভজন

subadmin
মার্চ ২৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলের মঞ্চে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরভজন সিং। ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের পেসার জোফরা আর্চারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্য ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন, হরভজনকে ক্ষমা চাইতে হবে।

বর্ণবিদ্বেষী মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিতে পারে হরভজনকে। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে পারেন তিনি। ইতোমধ্যে এই তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। তার বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত রাগ থেকে ক্রিকেটারদের নিশানা করেন তিনি। সেই তালিকায় এবার পড়তে পারেন ভারতের আরও এক সাবেক ক্রিকেটার হরভজনও।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে হায়দরাবাদ। রাজস্থানের প্রায় সব বোলারই দেদারসে রান দিয়েছেন। তবে সবচেয়ে বেশি রান দিয়েছেন ইংলিশ পেসার আর্চার। চার ওভাবে ৭৬ রান দিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আর্চার যখন বল করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর্চারকে মার খেতে দেখে তিনি বলেন, ‘লন্ডনে কালো ট্যাক্সির মিটার যেমন চড়চড় করে বাড়ে, তেমনই এখানে আর্চারের মিটার চড়চড় করে বাড়ছে।’ হরভজনের ‘কালো ট্যাক্সি’ মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আর্চারকে ব্যঙ্গ করে তিনি এই উদাহরণ দিয়েছেন বলে অভিযোগ।

খেলাধূলায় এখন বর্ণবিদ্বেষ খুব বড় অপরাধ। ক্রিকেট হোক বা ফুটবল, কারও বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকরা স্পষ্ট বার্তা পাঠান, কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। এখনও এই বিতর্ক নিয়ে হরভজন মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। তবে যদি রাজস্থান কোনও অভিযোগ করে বা বিতর্ক বাড়তে থাকে, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হতে পারে।

হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ, হরভজন তাকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন হরভজন। তার পরেও তাঁকে শাস্তি পেতে হয়েছিল। নির্বাসিত করা হয়েছিল হরভজনকে। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত। আইপিএলে প্রতিপক্ষ ক্রিকেটার এস শ্রীসন্থকে মাঠেই চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল। আরও এক বার বিতর্কে জড়ালেন হরভজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০