ঢাকা ভোর ৫:২৬। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ফকিরাপুলে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ

Somoyer Kotha
এপ্রিল ২০, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর ফকিরাপুলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন- কুলসুম আক্তার ( ২৫) , রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসা ( ৪৫)।

আজ বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের ফকিরাপুল গরম পানির গলি ২৫৪/৩ নং বাসার চতুর্থ তালায় এ আগুনের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

আহতদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা প্রতিবেশী ইব্রাহিম খলিল জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসায় রান্না করার সময় হঠাৎ করে আগুন জ্বলে উঠে। এতে তিনজন আগুনে দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ফকিরাপুল থেকে দুই নারীসহ তিনজন গ্যাসের আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এসেছেন। আহতদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। এই ঘটনায় দুই নারীকে ভর্তি রাখা হয়েছে। এক নারীর ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে। ছেলেটি সামান্য দগ্ধ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০