মুনা সুলতানা,জবি প্রতিনিধি : “After the Fall: Envisioning an Economy for the People” শিরোনামে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব (EDC) কর্তৃক ৫ই আগস্ট জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্যায়ে বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ বিশ্বাস করে, জুলাই বিপ্লব-পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তসমূহ বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের জন্য অপরিহার্য ছিল।”
সেই বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং সম্মানিত মডারেটর অধ্যাপিকা ড. তাবাসসুম জামান। এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব মাহমুদ, মো. ইমরান হোসেন ও রোকসানা আক্তার মিতু।
বিতর্ক প্রতিযোগিতায় সরকার দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন জান্নাত বিনতে হোসেন (১৮ ব্যাচ), মো. আকিব (১৭ ব্যাচ) ও আলভী (১৭ ব্যাচ)। রানার্স-আপ হয় বিরোধী দল, যেখানে অংশ নেন সামিয়া সারোয়ার রিতু (১৭ ব্যাচ), কামরুল ইসলাম শোভন (১৭ ব্যাচ) ও অনন্যা সেন (১৮ ব্যাচ)। উল্লেখযোগ্যভাবে, সেরা বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলের অনন্যা সেন (১৮ ব্যাচ)।
অন্যদিকে, পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জাকারিয়া (১৬ ব্যাচ), দ্বিতীয় স্থান অন্তরা আক্তার নদী (২০ ব্যাচ) এবং তৃতীয় স্থান নায়লা নাহিয়ান (২০ ব্যাচ)।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন EDC’র সভাপতি এএসএম শাহরিয়ার সিদ্দিকী শাওন, সাধারণ সম্পাদক মো. আনন বিন রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক জিদ্দান। এসময় ক্লাবের কার্যকরী সদস্যরা, যার মধ্যে ছিলেন কামরুল ইসলাম শোভন ও মোর্শেদুর লোচন, সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।