নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:১২। ৩১ আগস্ট, ২০২৫।

‘অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান এখন সময়ের দাবি’- উপাচার্য রুয়েট

জুলাই ১২, ২০২৫ ৪:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কর্মসূচিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৬ টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দমকল বাহিনী রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম সহ এই বাহিনীর দক্ষ কর্মীদের পরিচালনায় অগ্নি নির্বাপন সহ ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট প্রতিযোগীয় চ্যাম্পিয়ন-রানারআপসহ ৩ পুরস্কার জিতল জবি সিএসই

প্রশিক্ষণ ও মহড়া উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটে একাধিক হল সহ গুরুত্বপূর্ণ ল্যাব রয়েছে। এসব ল্যাবে মূল্যবান যন্ত্রপাতির পাশাপাশি সহস্রাধিক শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে থাকে। কাজেই শর্টসার্কিট সহ ভূমিকম্পের মতো জরুরী সময়ে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সে জন্য এই মহড়ার আয়োজন। এই প্রশিক্ষণে আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন বাংলাদেশ দমকল বাহিনীর দক্ষ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

তিনি আরও বলেন, হাতে কলমে এই প্রশিক্ষণ জীবন রক্ষা সহ সম্পদের সুূরক্ষার ক্ষেত্রে অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান ও সচেতনতা এখন সময়ের দাবি। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনের জরুরী মুহূর্তে তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। এধরণের প্রশিক্ষণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্যোগ মোকাবেলার মানসিক দৃড়তা তৈরি করে। আগুনের মতো ভয়াবহ বিপদের সময় কিভাবে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখা যায়, তা হাতে-কলমে শেখার এই সুযোগ নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

আরও পড়ুনঃ  বাসর ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামী কারাগারে

আইকিএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, রবিবার (১৩ জুলাই) ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ ও মহড়া কর্মসূচির সমাপ্তি হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।