নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১:৪০। ১৮ মে, ২০২৫।

অটো চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার

মে ১৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আটো চালকের সিটের নিচে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৫) । শুক্রবার (১৬ মে ) র‌্যাব-৫ একটি দল মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  ‘মার্কিন পণ্যে শুল্ক তুলে নিতে রাজি ভারত’— বলছেন ট্রাম্প, নাকচ দিল্লির

 

গ্রেফতারকৃতরা হলেন, তানোর উঁপেেজলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩)। অপরজন হলেন, চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২) ।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মোহনপুর বাজারে কয়েকজন মাদক ব্যবসায়ী অটো রিক্সায় মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারী ভাবে বিক্রি করছে।

আরও পড়ুনঃ  জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণঅনশনের ঘোষণা

এরপর র‌্যাব অভিযান চালিয়ে সেলিম ও শুকুর আলীকে অটোসহ গ্রেফতার করে। অটো চালকের সীটের নিচে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

শুকুর ও সেলিমের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।