নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৬:১৪। ১২ অক্টোবর, ২০২৫।

অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

অক্টোবর ১১, ২০২৫ ৫:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা শুধুমাত্র আদালতের কাজ নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সচেতন নাগরিকরাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। নাগরিকরা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে, তবে সমাজে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প’।

আরও পড়ুনঃ  জে-৩০ টেনিস টুর্নামেন্ট : বালক এককে জারিফ আবরার ও বালিকা এককে ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

সভায় বক্তারা বলেন, অধিকার সচেতন নাগরিকই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের মূল শক্তি। সংবিধান ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছাড়া সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে জানা ও তা রক্ষায় উদ্যোগী হওয়াই গণতন্ত্রের ভিত্তি মজবুত করে।

আরও পড়ুনঃ  দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিদ ইবনে মিরাজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক জিএম আতিকুর রহমান জামালী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী সচিব মুহাম্মদ হারেস।

আরও পড়ুনঃ  হৃদয়-মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা জজ সাদিয়া সুলতানা, ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।