রাবি প্রতিনিধি : ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।
এসময় তারা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, গুপ্ত বাহিনী যেখানে, লড়াই হবে সেখানে’, মুজিববাদ যেখানে, লড়াই হবে সেখানে’, এ লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, আপনারা লক্ষ্য করেছেন ৫ আগস্টের পরে দেশের ইন্টেরিম সরকারের আইনশৃঙ্খলার অবনতির কারণে যেকোনো জায়গায় একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। তাই আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে চাই–এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে দাবি আদায় করে নিয়ে আসবে।
এসময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, খুলনার যুবদল নেতাকে রগ কেটে হত্যাই প্রমাণ করে দিয়েছে আসলে এই কাজ কে করেছে। খুনিরা এখন ঢাকার আকাশে বাতাসে চাঁদাবাজ বলে চিৎকার করছে। এটা আসলে তাদেরই পরিকল্পনার ফল। এখন তারা যুবদল, ছাত্রদলের নামে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা যখন রাজাকার বলি তখন একটা দল চেতে ওঠে। আমরা তাদের বলতে চাই তারা কি ৭১ এর গণহত্যাকে অস্বীকার করেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের অপরাধকে অস্বীকার করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে তারা অশ্লীল ভাষায় গালাগালি করছে। আসলে তাদের জন্মের ঠিক নেই। ছাত্রদল যদি রুখে দাঁড়ায় তাহলে গুপ্ত বাহিনী এদেশে পালানোর জায়গা পাবে না।
বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্তিতি ছিলেন।