নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১১:৩৯। ৭ নভেম্বর, ২০২৫।

আ.লীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী

জুলাই ১৫, ২০২৩ ১২:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল বেলা ১১টায় চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

মন্ত্রী বলেন- আওয়ামীলীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয়। আজ ধারাবাহিক ভাবে দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে বলেই সর্বত্রই উন্নয়নের চিত্র দৃশ্যমান হয়ে ভাসছে।

মহিলা আওয়ামীলীগের এর সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার সঞ্চালনায় উক্ত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পারভিন আক্তার সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখা, সোমা মজুমদার সহ-সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শিরীন রুখসানা সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ নওগাঁ, এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় ফাহিমা আক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা’র নাম ঘোষনা করেন খাদ্যমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।