নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৮:২৮। ২০ মে, ২০২৫।

আইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার

মে ১৯, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : লক্ষ্ণৌর বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না ট্রাভিস হেড। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এমনকি দলের সঙ্গে ভেন্যুতেও যেতে পারবেন না। এ তথ্য জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

আরও পড়ুনঃ  আমি বেঁচে আছি, লাইভে এসে জানালেন পরীমণি

দুই-তিন বছর আগেও করোনায় আক্রান্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তবে এখন বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেকটাই কম। আক্রান্ত হওয়ার খবরও সেভাবে প্রকাশ্যে আসে না। এই পরিস্থিতিতে কীভাবে হেড করোনায় আক্রান্ত হলেন তা দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক

ভেট্টোরি বলেছেন, ‘হেড কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। তাই সে যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই তাকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।’

আরও পড়ুনঃ  শান্তি বৈঠকে রাশিয়ার প্রতিনিধি তালিকায় নেই পুতিনের নাম, থাকছেন না ট্রাম্পও

গত বারের ফাইনালিস্ট হায়দরাবাদ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। লক্ষ্ণৌর বিপক্ষে তাদের মানরক্ষার লড়াই। অন্য দিকে, ঋষভ পান্তদের টিকে থাকার লড়াই। তারা সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে এমনটা বলা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।