অনলাইন ডেস্ক : অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। এরই মাঝে পাকিস্তানের এক বিমান হামলায় গতকাল (শুক্রবার) স্থানীয় তিন ক্রিকেটার নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুতে গতকাল একটি বিবৃতি দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সেই বিবৃতির জবাব দিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা। সেই বিবৃতিকে বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট হিসেবে মন্তব্য করেছে পাকিস্তান।
বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে যে তিনজন ‘আফগান ক্রিকেটার’ এক ‘বিমান হামলায়’ নিহত হয়েছেন। এই দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপন করেনি আইসিসি।’
আইসিসির বক্তব্য সংশোধনের আহ্বান জানিয়ে তারা বলেছেন, ‘পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এবং আইসিসির বক্তব্য অবিলম্বে সংশোধনের আহ্বান জানাচ্ছে।’
আইসিসির চেয়ারম্যান জয় শাহর দেওয়া ব্যক্তিগত মন্তব্যেরও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। তার দাবি, ‘এরপর এসিবি যে বিবৃতি দেয়, তাতেও কোনো নতুন তথ্য বা প্রমাণ না থেকে মূলত আইসিসির বক্তব্যকেই প্রতিধ্বনি করা হয়।’