স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখি সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ও ভাঙ্গার নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণার দাবীতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। শুক্রবার ভাঙ্গা টোলপ্লাজা সংলগ্ন ব্রীজের উপরে দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে এ কার্যক্রম শুরু করেন তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে জানা যায়- বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে শুক্রবার সকালে ঢাকায় কর্মসূচি চলছিল। এ কর্মসূচিকে তরান্বিত ও বেগবান করার লক্ষে রাত সাড়ে ১২ টার পরে দক্ষিণ বঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের পথ অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ও ভাঙ্গার নেতৃবৃন্দ। এ সময় তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় অবস্থান নেন।
এ বিষয়ে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ বলেন- আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে আমরা এখানে অবস্থান করছি। যেই পর্যন্ত আমাদের দাবী না মেনে নেওয়া হবে, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।