নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:১৯। ৫ নভেম্বর, ২০২৫।

আদালতের নির্দেশে মামলা, নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবি

নভেম্বর ৪, ২০২৫ ৯:৩২
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শার্শার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে। আসামি মুনির হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি মুনির হোসেনের সাথে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি মুনির হোসেন তরুণীর সাথে ভিডিও কলে কথা বলা শুরু করে। এরপর মুনির কৌশলে তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মুনির বিবাহিত জানতে পেরে তরুণী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে মুনির তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মুনির তরুণীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ওই তরুণীর মানসম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।