স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, “ফুটবল ফেডারেশনের যেমন দায়িত্ব কাঠামো তৈরি করে দেওয়া ও প্রশিক্ষণে সহায়তা করা, তেমনি আমাদের সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাফুফে সভাপতি বলেন, জাতীয়তাবাদী দল বিশ্বাস করে শিক্ষার জায়গাকে আরও প্রসারিত করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম এবং প্রতিটি বিদ্যালয়ের সামনে খেলার মাঠ থাকা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে কারণ এখানে একটি সমৃদ্ধ স্টেডিয়াম রয়েছে। বাফুফে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই স্টেডিয়ামের আরও উন্নয়নে কাজ করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা থেকে অনেক খ্যাতিমান ফুটবলার বের হয়ে আসবে। ভালো সমাজ ও ভালো মানুষ গড়ে তুলতে প্রতিটি মানুষের জীবনে ক্রীড়ার ব্যবহার অপরিহার্য।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর রাষ্ট্র গঠনে ছাত্রদল কাজ করছে। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।