নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:৪৪। ১৫ মে, ২০২৫।

‘আমি আগের চেয়ে অনেক বেশি সুখী, তোমায় ভালবাসি রাজ’, পাঁচ বছরের সংসারে শুভশ্রীর উপলব্ধি

মে ১২, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ নিজেদের মতো করে দিনটা পালন করবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। নিরিবিলিতে একসঙ্গে যেমন ভাবে কাটানোর কথা ভেবেছিলেন, সে ভাবেই সাজালেন নিজেদের মতো। ১১ মে পঞ্চম বিবাহবার্ষিকী পালন করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন এই বিশেষ দিনে তাঁরা শুধুই একান্তে সময় কাটাতে চান। বিবাহবার্ষিকীর দিনে নায়িকার তরফে ছবি বা রাজের জন্য বিশেষ লেখার অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। রাজ ভালবাসা প্রকাশ করলেও শুভশ্রীর তরফে ওই দিন কোনও ছবি দেখা যায়নি। তিনি সমাজমাধ্যমে এলেন পরের দিন।

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

পাঁচ বছর রাজের সঙ্গে সংসার করার অনুভূতি কেমন নায়িকার? ১২ মে বিবাহবার্ষিকীর পরের দিন সেই ভালবাসার কথা ইনস্টাগ্রামে লিখলেন নায়িকা। সঙ্গে পোস্ট করলেন রাজের সঙ্গে একটি আদুরে ছবি। সাদা টি শার্টে রাজ। স্বামীর কাঁধে মাথা দিয়ে বসে নায়িকা। পরনে রাতপোশাক। এমনই একটি ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আমাদের গল্পটা যখন শুরু হয়েছিল, সেই পুরনো সময়ের দিকে ফিরে যাই। তুমি আসার পর জীবনে এখন এতটাই ভাল আছি যা হয়তো আগে ছিলাম না। এই সবটাই তোমার জন্য। আমি তোমায় ভালবাসি রাজ।”

আরও পড়ুনঃ  নীলে নীলে মিলে একাকার মিম

পরিচালকও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন স্ত্রীকে। বিয়ের ছবি পোস্ট করে রাজও তাঁর স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। রাজ লেখেন, “আমায় সার্বিক ভাবে গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল আমাদের সংসার, ভাবতেই পারছি না। মনে হয় এই তো কয়েক দিন আগে বিয়ে হল। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য, পরিপূর্ণ করার জন্য তোমায় অনেক ধন্যবাদ।” এ দিন নিজেদের মতো কাটালেও অন্য এক দিন সবাই মিলে খাওয়াদাওয়া হবে, এমনটাই জানিয়েছেন শুভশ্রীর দিদি দেবশ্রী।

আরও পড়ুনঃ  কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।