নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৪৩। ১৫ মে, ২০২৫।

আরএমপির ৬ থানায় ওসি রদবদল

মে ১, ২০২৩ ৪:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে কয়েকজন ওসি থানায় অল্প কিছু দিন দায়িত্ব পালনের পরই নতুন থানায় বদলি হলেন। গত ২৫ এপ্রিল আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান বদলির আদেশে সই করেছেন। আজ রোববার আদেশের একটি কপি গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

৬ পুলিশ পরিদর্শকের মধ্যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমানকে পাঠানো হয়েছে দামকুড়া থানায়। দামকুড়া থানার ওসি মো. মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে কাশিয়াডাঙ্গা থানায়। অল্প কিছু দিন আগে বেলপুকুর থানার ওসি হওয়া রুহুল আমিনকে পাঠানো হয়েছে মতিহার থানায়। আর চন্দ্রিমা থানার ওসি এসএম মাসুদ পারভেজকে পাঠানো হয়েছে বেলপুকুরে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

এদিকে পবা থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানায়। আর শাহমখদুম থানার ওসি মোবারক পারভেজকে পাঠানো হয়েছে পবা থানায়। এসব ওসিদের অনেকেই নতুন থানায় ইতিমধ্যে যোগ দিয়েছেন। অন্য দু-একজন যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুনঃ  মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

কী কারণে ওসিদের বদলি করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি। আরএমপির মুখপাত্র রফিকুল আলম বলেন, এটি পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া। জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।